Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

করোনায় আক্রান্ত প্রসেনজিৎ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১০:২৩ এএম
করোনায় আক্রান্ত প্রসেনজিৎ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। ভারতে এর আগে বছরের শুরু থেকেই একের পর এক টলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বুধবার কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়ে তিনি নিজেই সবাইকে জানিয়েছেন টুইটারে।

টুইটে প্রসেনজিৎ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

একই দিন এই তালিকায় নতুন করে সংযোজন হয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামও। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর। একই দিনে এ রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তার স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।

আগামীনিউজ/নাসির