Dr. Neem on Daraz
Victory Day

ঐশীর গানে হাজির সানি লিওনি


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ১১:৩২ পিএম
ঐশীর গানে হাজির সানি লিওনি

ছবি: সংগৃহীত

আগেই ঘোষণা এসেছিল, বলিউড তারকা সানি লিওনিকে পাওয়া যাবে বাংলাদেশি গানে। এবার তারই একঝলক সামনে এলো। বুধবার টিএম রেকর্ডস প্রকাশিত করলো তাপসের কথা, সুর ও সংগীতে সংগীতশিল্পী ফাতিমা তুয জাহারা ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’র অংশবিশেষ। তাতেই মাতোয়ারা গানের দর্শক-শ্রোতা। কারণ এতে হাজির হয়েছেন সানি লিওনি। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমাকে প্রতিটি গানেই নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি ঋণী। এটা দারুণ বিষয় যে, আমার গানে পারফর্ম করেছেন সানি লিওনি!’ ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম আলোড়ন তৈরি করবে।

জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে। বিপুল বাজেটের এর ভিডিওটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

অন্যদিকে, চলতি সপ্তাহেই আরফিন রুমির গাওয়া ‘তুই আর আমি’ নামের মিউজিক ভিডিও অবমুক্ত করেছিল টিএম রেকর্ডস। যেখানে পাওয়া গেছে নায়ক নিরব হোসাইন ও টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীকে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে