Dr. Neem
Dr. Neem Hakim

‘রাবণ’ ছবির টিজারে রুদ্র মূর্তিতে চমকে দিলেন জিৎ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৯:৫৭ এএম
‘রাবণ’ ছবির টিজারে রুদ্র মূর্তিতে চমকে দিলেন জিৎ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জন্মদিনে ভক্ত-অনুরাগীদের বিশেষ উপহার দিলেন টালিউড তারকা জিৎ। নতুন ছবির টিজার প্রকাশ করে চমকে দিলেন এ অভিনেতা। আগামী বছরের ঈদে মুক্তি পাবে তার নতুন অ্যাকশন থ্রিলার ছবি ‘রাবণ’।

নিজের ‘রাবণ’ লুক আগেই প্রকাশ করেছিলেন জিৎ। এখনও ছবির শুটিং চলছে। তবে জন্মদিন বলেই টিজার প্রকাশ করে দিলেন। সকাল থেকেই চলছে সেলিব্রেশন। জন্মদিন উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় লাইভ সেশন করেছিলেন জিৎ। অনুরাগীদের প্রশ্ন করার সুযোগ দেন অভিনেতা। সেখানেই জানিয়েছিলেন, ‘রাবণ’ ছবির টিজার প্রকাশ করবেন। তাও আবার ‘রিটার্ন গিফট’ হিসেবে। সেই কথা রেখেই টিজার প্রকাশ করেন অভিনেতা।

বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অন্যরকম চরিত্রে অভিনয় করার খিদেও জিতের মধ্যে রয়েছে। সেই তাগিদেই পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানের প্রেক্ষাপটেই সাজানো হয়েছিল ‘অসুর’ ছবির চিত্রনাট্য। এম এন টিজার দেখে মনে হচ্ছে, ‘রাবণ’ ছবির ক্ষেত্রেও তা হতে চলেছে। নামটি রূপক হিসেবে ব্যবহৃত হতে চলেছে।

এম এন রাজ পরিচালিত এ ছবির জন্য নিজের লুক একেবারে পাল্টে ফেলেছেন জিৎ। চোখের তীক্ষ্ণ চাহনিতে মাত করেছেন অভিনেতা। একটি ভ্রুতে আবার কাটা দাগও রয়েছেন। দেখেই মনে হচ্ছে, যেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে সংহার মূর্তি ধারণ করেছেন।

‘রাবণ’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। শুটিংয়ের ছবি পোস্ট করেই সহ অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ছবিতে রয়েছেন বিশ্বনাথ বসু, লহমা ভট্টাচার্য। ছবির অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। সিনেমাটোগ্রাফি করেছেন মানস গঙ্গোপাধ্যায়।

সুত্রঃ সংবাদ প্রতিদিন

​​​​আগামীনিউজ/বুরহান