Dr. Neem on Daraz
Victory Day

এক হাজার এক টাকা পারিশ্রমিকে জাজের নতুন সিনেমায় সিয়াম


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৮:৪০ এএম
এক হাজার এক টাকা পারিশ্রমিকে জাজের নতুন সিনেমায় সিয়াম

সিয়াম আহমেদ। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ। বর্তমানে তার অর্ধ ডজন ছবি মুক্তির অপেক্ষায়। তিন বছর পর আবারও জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা করছেন সিয়াম। বুধবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ঘোষণা দিয়েছে, জাজের প্রযোজনায় ‘রাস্তা’ নামে নতুন ছবিতে কাজ করবেন সিয়াম। এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে নায়ক নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। আগামী জানুয়ারিতে শুরু হবে শুটিং। এমন তথ্যই নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

এ বিষয়ে জানিয়ে বুধবার (২০ অক্টোবর) একটি ফেসবুক ঘোষণা এসে জাজের ভেরিফায়েড পেজে। 
সেখানে বলা হয়েছে, ‘জাজের ব্যবসা সফল দুই সিনেমা পোড়ামন-২ ও দহন টিম। মানে জাজ , রায়হান রাফি ও সিয়াম আবার এক সাথে। অবশ্য ওই দুইটা সিনেমাতে পূজা ছিল, কিন্তু জাজের এই নতুন সিনেমাতে পূজা নেই, আসছে নতুন মুখ।’
আরও উল্লেখ করে, ‘জাজ এই করোনা কালীন সময়ে বেশ কিছু দুর্দান্ত প্রজেক্ট তৈরি করে রেখেছে। তার একটা হলো রাস্তা। শুটিং জানুয়ারির এক তারিখ থেকে শুরু।’

জাজ জানায়, ‘‘আরেকটা কথা না বললে এখানে অন্যায় হবে। জাজের চেয়ারম্যান স্যার উনার পারসোনাল প্রোফাইলে বলেছিলেন, সিনেমার লোক কখনো আপন বা বন্ধু  হয় না। কথাটা ভুল। তার প্রমাণ সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম ‘রাস্তা’ সিনেমা বাবদ নিয়েছে এক হাজার এক টাকা মাত্র। যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই সিনেমার/ ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। 
‘এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা! না জাজের প্রতি সম্মান জানি না। তবে আমরা মন থেকে দোয়া করি সিয়ামের জন্য, যেন বিধাতার সকল করুণা ধারা তার উপর বর্ষণ করেন।’
ভালো থাকুক সিয়াম, ভালো থাকুন আপনারা।’

এ বিষয়ে সিয়াম বলেন, ‘প্রথমে ‘রাস্তা’ সিনেমাটির জন্য আমি কোনো পারিশ্রমিক নিতে চাইনি। পারিশ্রমিক না নিলে চুক্তি বাস্তবায়ন হয় না তাই নামে মাত্র পারিশ্রমিক নিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। কারণ, আমার ক্যারিয়ারের প্রথম দিকে ‘পোড়ামন-২’, ‘দহন’ সিনেমার জন্য মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখনো আমাকে অনেকেই সুজন আবার কেই তুলা বলে ডাকে। সেই ভালোবাসাটা আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। আমাদের যে টিম ছিলো সেই টিমের উপর মানুষের যে বিশ্বাস ছিলো সেটা নষ্ট করতে চাই না। এটার জন্য আমি এতোদিন অপেক্ষায় ছিলাম। ফাইনালি সেটা পেয়েছি।’

সিয়াম আহমেদ ছিলেন ছোট পর্দার অভিনেতা। তাকে সিনেমার পর্দায় নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এ তরুণ। সিনেমাটির পরিচালক ছিলেন রায়হান রাফি। ওই সিনেমার সাফল্যের সুবাদে আরেকটি সিনেমায় একসঙ্গে কাজ করেন নির্মাতা রাফি ও অভিনেতা সিয়াম। সেটা হলো ‘দহন’। এটিও প্রযোজনা করে জাজ। দর্শকমহলে এটিও পায় আশানুরূপ সাড়া।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে