Dr. Neem
Dr. Neem Hakim

অভিনয়ে ফিরতে চান শাবনূর: লাইভে এসে আরও যা বললেন


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:৩২ পিএম
অভিনয়ে ফিরতে চান শাবনূর: লাইভে এসে আরও যা বললেন

ছবি: সংগৃহীত

ঢাকাঃ প্রথমবার ফেসবুক লাইভে এসে আবারও অভিনয়ে ফিরতে চান বলে জানিয়েছেন শাবনূর নিজেই।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদ্য চালু করা তার নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে সদূর অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে লাইভে আসের শাবনূর। এটা তার প্রথম লাইভ।

লাইভে এসেই প্রথমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে শাবনূর বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আপনারা আসল শাবনূরকে চিনে তার লাইভে যুক্ত হয়েছেন। এখন আমার সঙ্গেই থাকবেন। ’ 

শাবনূর বলেন, ‘আপনাদের ধন্যবাদ। অনেকে বলেছেন, আমার নামে ফেসবুকে অনেকে ফেক আইডি খুলেছে, আপনারা আসল শাবনূরকে চিনতে পারেন না। এবার থেকে সব স্পষ্ট হয়ে গেল। বিভ্রান্তির আর কোনো সুযোগ নেই। এটা আমার আসল আইডি। এখানে এলেই আপনাদের প্রিয় শাবনূরকে পেয়ে যাবেন।’

অভিনেত্রী বলেন, ‘আমি খুবই এক্সাইডেট। সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো। ’

লাইভে শাবনূর আরও বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে সবাই সুখে-দুখে দিন কাটাই। আমি মানুষকে বিনোদন দিতে চাই। এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের সিনেমা কেউ বানাতে চান, আমার মতো করে যদি গল্পটা বলতে চান, তাহলে আমি অবশ্যই অভিনয় করবো।’

সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রী জনপ্রিয়তায় ভাটা পড়েনি।