Dr. Neem
Dr. Neem Hakim

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, ফের বিয়ে করেছেন ইভা রহমান


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৬:৪৪ পিএম
মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, ফের বিয়ে করেছেন ইভা রহমান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো এটি এন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে।

সম্প্রতি ইভা রহমান দ্বিতীয় বিয়ে করেছেন।বিয়ের তথ্য নিশ্চিত করেছেন ইভা রহমান নিজেই।

তিনি জানান, গত (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

ইভা বলেন, 'একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয় স্বজনরা বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।'

এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা।