Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

র‌্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৮:৪৫ পিএম
র‌্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে

ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ অভিযান শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করে বাসা থেকে বের করে নিয়ে এসেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৪ আগস্ট) রাত ৮টা ১১ মিনিটে তাকে নিয়ে বের হন র‍্যাব সদস্যরা। 

এর আগে বিকেল চারটায় বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে পরীমনির ফ্ল্যাটে অভিযানে যান র‍্যাবের সদস্যরা। তবে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি র‍্যাব সদস্যদের গেটে আটকে রেখে ফেসবুক লাইভে যান। লাইভ শেষে তিনি গেট খুলে দেন।

অভিযানের এক পর্যায়ে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, অভিযানের সময় মদসহ বিভিন্ন বিষয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, পরীমণিকে নেওয়া হচ্ছে র‍্যাবের সদর দফতরে।