Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

নিখিলের সঙ্গে বিয়ে নয়, সহবাস করেছি: নুসরাত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৩:০৯ পিএম
নিখিলের সঙ্গে বিয়ে নয়, সহবাস করেছি: নুসরাত

সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন তিনি।

বুধবার (৯ জুন) এক বিবৃতিতে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তিনি বলেন, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।

নুসরাত জানান, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তুরস্কের বিবাহ আইন অনুসারে তাদের বিয়ের অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি।

সম্প্রতি নুসরাতের স্বামী নিখিল জৈন জানিয়েছেন, নুসরাত অন্য কারো সঙ্গে থাকতে চায় শুনেই মামলা করেছেন তিনি। এমন খবর প্রকাশ্যে আসতেই নুসরাত নিজের কথা জানালেন।