Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

নেদারল্যান্ডসের প্রেমিকাকে বিয়ে করলেন সোহেল-দিতির ছেলে


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২১, ১২:২৪ পিএম
নেদারল্যান্ডসের প্রেমিকাকে বিয়ে করলেন সোহেল-দিতির ছেলে

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির ছেলে শাফায়েত চৌধুরী৷ সোহেল চৌধুরীর সংসারে শাফায়েত ছিলেন প্রয়াত নায়িকা দিতির দ্বিতীয় সন্তান।

সেই শাফায়েত বিয়ে করেছেন৷ তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তার স্ত্রী টারা ভ্যান ক্রালিঙ্গেন নেদারল্যান্ডসের নাগরিক। বিয়ের আগে তারা ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।

দেশটির রাজধানী আমস্টারডামে সম্প্রতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবর ফেসবুকে জানিয়ে শাফায়েত লিখেছেন, 'ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।'

পড়াশোনা শেষ করে বর্তমানে নেদারল্যান্ডসে বসবাস করছেন শাফায়েত। সেখানেই সংসার পেতেছেন তিনি৷

জানা গেছে, এই বিয়েতে উপস্থিত হতে পারেননি শাফায়েত চৌধুরীর একমাত্র বোন লামিয়া চৌধুরী। তবে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানিয়েছেন তিনি।

আগামীনিউজ/নাসির