Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

‘আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন’


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৩:০৬ পিএম
‘আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন’

চিত্রনায়ক শাকিব খান। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনা সংক্রমণ রোধে মানুষ এখন ঘরবন্দি। বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে ইবাদত করছেন। দেশসেরা চিত্রনায়ক শাকিব খান পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে দোয়া কবুলের আর্জি জানিয়েছেন আল্লাহ তা’আলার কাছে।

বুধবার (১৪ এপ্রিল) শাকিব খান তার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ রামাদানে আমাদের সকল প্রার্থনা কবুল করুন। রামাদান মোবারক।’

শাকিব খান জানান, তিনি নিয়মিত রোজা রাখছেন। এখন সিনেমার শুটিং করছেন না। পুরো সময়টা বাসায় কাটাচ্ছেন।

সম্প্রতি ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শাকিব খান। গত ৭ এপ্রিল থেকে এ অভিনেতার পরবর্তী সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হচ্ছে না।

শাকিব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। এটি পরিচালনা করেন অনন‌্য মামুন।

আগামীনিউজ/নাসির