Dr. Neem on Daraz
Victory Day

১৯০ দেশে একসঙ্গে ‘যদি কিন্তু তবুও’


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৪:৫৪ পিএম
১৯০ দেশে একসঙ্গে ‘যদি কিন্তু তবুও’

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আসছে ১ এপ্রিল ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘যদি কিন্তু তবুও’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

ট্রেলার প্রকাশের পর সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। পারিবারিক গল্পে রোমান্স, কমেডি ও সাসপেন্সে ভরপুর এ সিনেমা নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহ তুঙ্গে।

জি-ফাইভের বরাতে ছবিটির পরিচালক জানিয়েছেন, একসঙ্গে ১৯০টি দেশ থেকে দেখা যাবে এ সিনেমাটি।

শিহাব শাহীন বলেন, ছবিটি নিয়ে স্বভাবতই আমি একটু নার্ভাস। একে তো অনেকদিন পর সিনেমা বানালাম। তারউপর এটি বানাতে গিয়ে নানারকম বাধার সম্মুখীন হয়েছি। তবে আশা করছি সব প্রতিকূলতা কাটিয়ে ছবিটি দর্শকদের মন জয় করবে। আমার প্রথম সিনেমা থেকে যেমন সাড়া পেয়েছি, এখানেও তার ব্যতিক্রম হবে না বলে বিশ্বাস করি।

পরিচালক থেকে ছবিটির কলাকুশলী সকলেরই প্রত্যাশা, দর্শকের মন জয় করবে ‘যদি কিন্তু তবুও’।

নির্মাতা আরও জানান, ‘সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে তারই মজার মজার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এখানে।’

অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে