Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

নেপালে মোশাররফ করিমের ‘ডিকশনারি’


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:২৩ পিএম
নেপালে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ডিকশনারি সিনেমাটি। ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে। প্রশংসা কুড়িয়েছে বোদ্ধা মহলে। সেখানকার গণমাধ্যমগুলো বাংলাদেশি এই অভিনেতার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছে।

এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হলো। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান।

সিনেমাটিতে মোশাররফ করিম ছাড়াও স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী নুসরাত জাহানকে।

বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোটগল্প স্বামী হওয়া ও বাবা হওয়া অবলম্বনে নির্মিত হয়েছে ডিকশনারি। এতে পুরুলিয়ার বন বিভাগের কর্মকর্তা অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকেন। স্মিতার চরিত্রই সিনেমাতে ফুটিয়ে তুলেছেন নুসরাত জাহান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

আগামীনিউজ/নাসির