Agaminews
sadhinotar-mas
Dr. Neem Hakim

‘বিগ বস ১৪’র চ্যাম্পিয়ন রুবিনা দিলাইক (ভিডিও)


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০২:৫৮ পিএম
‘বিগ বস ১৪’র চ্যাম্পিয়ন রুবিনা দিলাইক (ভিডিও)

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শেষ হলো ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো বিগ বসের চতুর্দশ সংস্করণ। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন রুবিনা দিলাইক।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে গ্র্যান্ড ফাইনালের ৩ ঘণ্টার জমকালো অনুষ্ঠান শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান।

ফাইনালে খেতাব জেতার লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিলেন মূলত রুবিনা ও রাহুল। অন্য তিন প্রতিযোগী ছিলেন- আলী গণি, রাখি সাওয়ান্ত ও নিক্কি তামবলি। তবে ১৪ লাখ রুপি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে আগেই সরে যান রাখি।

বিগ বস ১৪-র বিজয়ী হিসেবে রুবিনার নাম ঘোষণা হতেই আনন্দে উচ্ছল হয়ে ওঠেন টেলিভিশনের জনপ্রিয় এ তারকা। অনুরাগী এবং ভক্তদের ধন্যবাদও জনান রুবিনা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দর্শকদের প্রত্যেককে ধন্যবাদ জানান টেলিভিশনের ‘ছোটি বহু’ নামে পরিচিত রুবিনা। ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিও টি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আগামীনিউজ/নাসির