Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim
অস্ট্রেলিয়ায় নিজ ফ্ল্যাটে

উঠতি মডেলকে পিটিয়ে হত্যা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০, ০১:৫৮ পিএম
উঠতি মডেলকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে নিজ বাড়িতে সাবাহ হাফিজ নামে এক উঠতি মডেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এক নারী মারাত্মকভাবে আহত— এক প্রতিবেশীর কাছ থেকে এমন খবর আসার পর বুধবার রাত ২টা ৪০ মিনিটে ওয়েন্টওর্থভেলি ইউনিটে জরুরি সেবাকর্মীদের ডাকা হয়।

কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টার পরও ২৩ বছর বয়সী ওই তরুণীকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। নাইননিউজ ও ডেইলি মেইলের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

পরবর্তী সময় বৃহস্পতিবার এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত সুপার সিমন গ্লাসার বলেন, পুলিশ মনে করে সাবাহ হাফিজকে আঘাত করা হয়েছে। কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি তারা।

তিনি বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ হত্যাকাণ্ডের তদন্তে আমরা চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছি।

সাবাহ হাফিজের স্বামী অ্যাডাম কিউরেটন একই ভবনে থাকতেন। মারৌব্রার অ্যাস্টারি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিহত তরুণীর বাবা বলেন, আমার সঙ্গে কখনও অ্যাডামের সাক্ষাৎ হয়নি। তবে আমি মনে করি, এই জুটি কয়েক বছর আগে বিয়ে করেছিল।

মডেল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন সাবাহ। শোবিজে কাজ করতে চেয়েছিলেন তিনি।

আগামীনিউজ/আশা