Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

করোনায় আক্রান্ত কুমার শানু


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০, ১১:১২ এএম
করোনায় আক্রান্ত কুমার শানু

ছবি সংগৃহীত

ঢাকাঃ করোনার কালো মেঘ কাটছেই না। একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। কখনও অভিনেতা-অভিনেত্রী তো কখনও গায়করা।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমার শানুর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে লেখা হয়েছে- “দুর্ভাগ্যজনক খবর। সকলের প্রিয় শানুদা করোনা আক্রান্ত হয়েছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সকলে প্রার্থনা করুন।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- তিনি গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এরপর করোনা পরীক্ষা করানোর পরই তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি বাড়িতে রয়েছেন নাকি হাসপাতালে ভর্তি তা এখনও জানা যায়নি।

আগামীনিউজ/আশা