Dr. Neem on Daraz
Victory Day

হয়ে গেল সাবিলা নূরের বিয়ে


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৪:৩০ পিএম
হয়ে গেল সাবিলা নূরের বিয়ে

দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে হয়ে গেল জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে। পেশায় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। 

গতকাল (২৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামীকাল হবে বউভাত। 

তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় বলে জানালেন সাবিলা। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। 

সাবিলা বলেন, আমাদের তিন বছরের বন্ধুতার সম্পর্ক। আমাকে সে খুব বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সহযোগীতা করে। আমার কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি ভাবতে ভালো লাগছে। মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনে সুখী হই। 

২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। বর্তমানে নাটক নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

আগামী নিউজ/কাসা
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে