Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

করোনাক্রান্ত বাহুবলী নির্মাতা


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২০, ১০:৩৪ এএম
করোনাক্রান্ত বাহুবলী নির্মাতা

দক্ষিণ ভারতীয় নির্মাতা ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার টুইটারে এই খবর জানিয়েছেন এই নির্মাতা। তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে হালকা জ্বর হয়েছিল তাঁর ও পরিবারের অন্য সদস্যদের।

টুইটারে রাজামৌলি লেখেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যদের কিছুদিন আগে হালকা জ্বর হয়। জ্বর এমনিতেই কমে যায়। তবু আমরা কোভিড টেস্ট করিয়েছি এবং ফলাফল পজিটিভ এসেছে। এখন আমরা হোম কোয়ারেন্টিন মেনে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’

রাজামৌলি ফের আরেকটি টুইট করেন। সেখানে লেখেন, ‘আমাদের কোনো কোভিড–১৯–এর লক্ষণ নেই। তবে আমরা সব ধরনের সতর্কতা ও নির্দেশনা মেনে চলছি। শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় আছি। এরপরই প্লাজমা দান করতে পারব।

’‘বাহুবলী’ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এস এস রাজামৌলি। করোনাভাইরাস পুরো বিশ্বকে আক্রান্ত করার আগে তিনি ব্যস্ত ছিলেন আরেকটি বড় সিনেমা প্রকল্প ‘ট্রিপল আর’–এর শুটিংয়ে।

 

আগামীনিউজ/এএস

Dr. Neem