Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

চিঠিতে বিয়ের প্রস্তাব


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ১২:৩৭ পিএম
চিঠিতে বিয়ের প্রস্তাব

ছবি সংগৃহীত

ঢাকা: রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। বেশ কিছু রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এক ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি জানান, একটি অনুষ্ঠানে এই অভিনেত্রীকে উপহারের বক্স দেন এক ভক্ত। যখন তিনি বক্সটি খোলেন ভেতরে তার ছবি ভর্তি একটি অ্যালবাম দেখতে পান। পাশাপাশি একটি চিঠিতে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ভক্ত।

এই অভিনেত্রী বলেন, চিঠিটি যত্ন করে রেখে দিয়েছি, কারণ কলেজ জীবনে আমি কোনো প্রেম পত্র পাইনি।

আগামীনিউজ/এমআর

Dr. Neem