Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

এবার আমিরের বাড়িতে করোনার থাবা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৩:৪১ পিএম
এবার আমিরের বাড়িতে করোনার থাবা

সংগৃহীত ছবি

করোনা এবার থাবা বসাল আমির খানের বাড়িতে। আমির খানের বাড়ির বেশ কয়েকজন কর্মী কোভিড ১৯-এ আক্রান্ত। আমিরের বাড়ির কর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পরই বৃহন্মুম্বই পুরসভার তরফে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। ভর্তি করা হয় তাঁদের হাসপাতালে।বৃহন্মুম্বই পুরসভার তরফে ওই কর্মীদের জন্য যেভাবে তড়িঘড়ি ব্য়বস্থা নেওয়া হয় এবং পাঠানো হয় কোয়ারেন্টিনে তার জন্য ধন্যবাদ জানান আমির খান।

নির্দিষ্ট কয়েকজন ছাড়া আমিরের বাড়ির অন্য কেউ কোভিড পজিটিভ নন বলে জানান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে আমির খনের মায়ের কোভিড পরীক্ষা করানো হচ্ছে। তিনি যাতে সুস্থ থাকেন, ভক্তরা যেন সেই প্রার্থনা করেন বলে প্রত্যেকের কাছে আবেদন জানান আমির খান।

এসবের পাশাপাশি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিতসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদেরও ধন্যবাদ জানান আমির খান।

আগামীনিউজ/জেএস

Dr. Neem