Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

বিব্রত পপি


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২০, ১০:১৩ এএম
বিব্রত পপি

নায়িকা সাদিকা পারভিন পপি

ঢাকা: নায়ক-নায়িকার পেছনে লাখ লাখ ভক্ত-দর্শক ছুটবেন, এটাই স্বাভাবিক। তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো ভক্তরাই। কিন্তু এই ভক্তদের কেউ কেউ নকল অভিনেত্রী  সেজে ফেসবুকে ফেক আইডি খোলছে।ফেসবুকে ভুয়া পেজ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতি পার করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। তার নামে রয়েছে একাধিক ভুয়া ফেসবুক পেজ।

পপি জানান, আসলে কিছুদিন পরপরই দেখা যায় এমন ফেক আইডি খুলে আমার পরিচিত মানুষদের রিকোয়েস্ট পাঠায়। পাশাপাশি নানা ধরনের খারাপ এসএমএস দেয়। যেগুলোর জন্য পরে আমার সম্মানহানি হয়। তাই আমি সবাইকে বলব, ওইসব ফেক আইডি থেকে সাবধানে থাকবেন।

তিনি আরো বলেন, এইসব ভুয়া পেজের কারণে অনেক সময়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমি মনে করি ভক্ত হওয়ার নাম করে এসব না করায় উচিত।

আগামীনিউজ/ডিআর/এমআর

Dr. Neem