Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গোবিন্দের ছেলে


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২০, ০৯:৪৫ পিএম
দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গোবিন্দের ছেলে

যশবর্ধন আহুজা

অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা। অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮ টায়  মুম্বাইয়ের জুহু বিচের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটেছে।

ভারতের সংবাদমাধ্যম জানায়, কিছুটা চোট লেগেছে তার। দুর্ঘটনার সময় গাড়িতে যশবর্ধন ছাড়াও ছিলেন গাড়ির চালক। অন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। তবে এই দুর্ঘটনায় এখনও কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। দুর্ঘটনায় ভেঙে গেছে তাদের গাড়ির হেডলাইট।

বলিউডে একসময় দাপিয়ে অভিনয় করা গোবিন্দর দুই ছেলে মেয়ে। যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। ইতোমধ্যেই বলিউডে আসার প্রস্তুতি নিয়ে ফেলেছেন যশবর্ধন আহুজা।টিনা অবশ্য ২০১৫ সালে ‘সেকন্ড হ্যান্ড হাজব্যান্ড’ সিনেমা দিয়ে বলিউডে এন্ট্রি করেছিলেন। তবে সে ছবি অবশ্য খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

আগামীনিউজ/জেএস

Dr. Neem