Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

এবার আত্মহত্যা করল জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২০, ০৯:৩৬ পিএম
এবার আত্মহত্যা করল জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর

ফাইল ছবি

ভারতের ১৬ বছর বয়সী এক জনপ্রিয় টিকটক তারকা আত্মহত্যা করেছেন। তার নাম সিয়া কক্কর। দিল্লির নিজ বাড়িতে আত্মহত্যা করেন সিয়া বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে  এ বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। টিকটক তারকা ও নৃত্যশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার অর্জুন সারিন। অর্জুন সারিন জানান, তিনি একটি কোম্পানির হয়ে কাজ করেন। সেখানে সিয়া ছাড়া অন্যান্য টিকটক তারকাদের কাজকর্মও তারা দেখে থাকেন। মৃত্যুর আগের রাতেও সিয়ার সঙ্গে তার কথা হয়। কিন্তু তখন তার কথা অস্বাভাবিকতা ছিল না।

সিয়ার বাড়ি দিল্লির প্রীত বিহারে। টিকটকে তিনি বেশ জনপ্রিয়ই ছিলেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪ হাজার। টিকটকেও তার ১০ লক্ষাধিক অনুগামী। এরপরও তার আত্মহত্যার কী কারণ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আগামীনিউজ/জেএস

Dr. Neem