Agaminews
Dr. Neem Hakim

সন্ধ্যায় অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’!


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০২০, ১০:৪১ এএম
সন্ধ্যায় অপূর্ব-মেহজাবিনের ‘বিয়ে’!

ছবি সংগৃহীত

ঢাকা: সম্প্রতি দীর্ঘ ৯ বছরের সংসারের ইতি টানেন জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নাজিয়া হাসান অদিতি। তাদের বিচ্ছদের খবরের পরেই নতুন করে সামনে এলো বিয়ের খবর। আর এবার তার পাত্রী মেহজাবিন! শুনতে একটু অবাক লাগছে না? তবে অপূর্ব এবং মেহজাবিনের বিয়ে বাস্তবে নয় বরং ক্যামেরার সামনে। ‘বিয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দা জনপ্রিয় এ জুটি।

একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেই গল্পে কি সত্যিই বিয়ে হয় অপূর্ব ও মেহজাবিনের! নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া! জানা যাবে নাটকটি দেখলেই। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

শুক্রবার (২৯ মে) বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে এটি।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem