Agaminews
Dr. Neem Hakim

ফারিন-ইফরানের সম্পর্কে চির! 


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২০, ০১:২৫ পিএম
ফারিন-ইফরানের সম্পর্কে চির! 

ঢাকা: ‘যাও পাখি বলো’ রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন ও তাসনুভা তিশা। নাটকটি রচনা ও পরিচালনায় আছেন আদিত্য জনি। 

ঈদের ৪র্থ দিন (২৮ মে) রাত ৮টা ৩০মিনিটে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।

নির্মাতা আদিত্য জনি জানান, নাটকটির গল্পে দেখা যাবে, শাথিল আর ঐশী সুখী দম্পতি। ওদের মধ্যে হঠাৎ করেই শাথিলের বন্ধু সীমানা এসে হাজির হয়। ওদের সম্পর্কে চির ধরায়। ঐশী অবিশ্বাস করতে শুরু করে শাথিলকে। সে ভেবেই নেয়, শাথিল আর সীমানার মধ্যে গোপন প্রেম আছে। একসময় সন্দেহের মাত্রাটা এতই বেড়ে যায়, ঐশী শাথিলের উদ্দেশ্য একটি চিঠি দিয়ে গৃহত্যাগ করে প্রবাসে চলে যায় বাবা মার কাছে। শাথিল অনেক খুঁজেও ঐশীর সন্ধান পায় না।

পনেরো বছর পরে, একটা রেস্টুরেন্টে ঐশীর সাথে শাথিলের দেখা হয়ে যায়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem