Agaminews
Dr. Neem Hakim

ইমরান-কণার ঈদের নতুন গান (ভিডিও)


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: মে ১৯, ২০২০, ১১:২৩ এএম
ইমরান-কণার ঈদের নতুন গান  (ভিডিও)

কণা-ইমরান

ঈদের নতুন গান নিয়ে এলো ইমরান ও কণা।  গানের নাম ‘মন পবনের খেয়া’। গতকাল  প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে অবমুক্ত হয়েছে এটি। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা গেল, মিউজিক ভিডিওতে বরাবরই কোটির ঘরে স্থান করে নেওয়া এই দুই শিল্পীর গান এসেছে তবে ভিডিও ছাড়া! বিকাল চারটায় ‘মন পবনের খেয়া’-এর লিরিক্যাল ভিডিও প্রকাশিত করেছে।

জানা যায়, অনেক আগে গানের রেকর্ডিং হলেও দেশ করোনায় আক্রান্ত হওয়ায় পরিকল্পনা থাকলেও ভিডিও সম্পন্ন করা যায়নি।
গানটির প্রসঙ্গে কণা বললেন, ‘এটি লকডাউনের আগেই রেকর্ড করা হয়েছিল। অনেক দিন ধরে অপেক্ষা করার পর গানটি অবমুক্ত হলো।’

এদিকে গানচিলের কর্ণধার গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘গানের ভিডিওতেও আমরা জোর দিই। এবং অনেক বড় আয়োজনে তা করার চেষ্টা করি। কিন্তু এবার করোনার কারণে সে পরিকল্পনা ভেস্তে গেছে। ঈদের জন্য আমরা অনেক গান প্রস্তুত করেছি। কিন্তু ভিডিও করতে পারিনি। তবে আশা করি, গানের কথা-সুর ও গায়কীতে সেই ক্ষতিটা পুষিয়ে যাবে।’

‘মন পবনের খেয়া’-এর কথা লিখেছেন আনোয়ার হোসাইন আদর। আর সুর-সংগীতে আছেন সাজিদ সরকার।
গানচিলের ইউটিউব চ্যানেল ছাড়াও এটি শোনা যাচ্ছে জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, টেলিটক স্বাধীন ও বাংলালিংক ভাইবে।


গানের ভিডিও:

আগামী নিউজ/বাবুল

Dr. Neem