Agaminews
Dr. Neem Hakim

কাজের মাধ্যমে মায়ের ভালোবাসা বুজেছি: শ্রাবণ সায়ান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৬, ২০২০, ০৮:২৩ পিএম
কাজের মাধ্যমে মায়ের ভালোবাসা বুজেছি: শ্রাবণ সায়ান

সাংবাদিকতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হলেও এখন মডেলিং আর অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশ্ব মা দিবসে করোনা প্রতিকূলতার মাঝে এই প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেছে শ্রাবণ সায়ান। জুয়েল অপূর্বের লেখা, রিপন সরকার এর সুর আর প্রতিক হাসানের কন্ঠে সর‍্যি মা শিরোনামের মিউজিক ভিডিওটি সঙ্গীতা মিউজিক এর ব্যানারে, এটা এশিয়া এন্টারটেইনমেন্ট এর তত্ত্বাবধানে এবং স্বপ্ন ছোঁয়া মাল্টিমিডিয়া হতে নির্মিত হয়েছে। 

শ্রাবণ সায়ানের প্রথম কাজ নিয়ে আগামী নিউজের সাক্ষাৎকার।  

প্রথমবারের মত মা চরিত্রে অভিনয় করে কেমন লাগছে?


-হ্যাঁ প্রথমবারের মত মায়ের চরিত্রে কাজ করে খুবি ভাল লেগছে। সময় বয়সের একটা খামখেয়ালি থাকে তখনি আমরা মায়ের কথা শুনিন। আমি হয়ত এ কাজটা না করলে বুজতেই পারতাম না আমি আমার মাকে কতখানি  ভালোবাসি।

করোনা সময়ে কাজের অভিজ্ঞতা কেমন ছিলো?


-যেহেতু আমাদের দেশের বর্তমান অবস্থার কথা আমরা সবাই জানি। সে দিক থেকে কাজ  করতে হয়েছে খুব সতর্কতার সাথে।

অভিনয়ে কোন চরিত্রের প্রতি আপনি দূর্বল?


-থিয়েটার করাকালীন সময় থেকেই  বাস্তবধর্মী  কাজ করতে পছন্দ করতে ভালো লাগে।

মিউজিক ভিডিওটির দর্শক প্রতিক্রিয়া কেমন?


-আমরা বরাবর দেখেছি মা নিয়ে যখনি কোন গান বেরিয়েছে তা এ বেলায় ও ব্যতিক্রম ঘটেনি।

ঈদ সামনে রেখে কাজের ব্যস্ততা রয়েছে?


-হ্যাঁ ঈদে কিছু কাজ হাতে আছে।

আগামী নিউজ/ বাবুল/ তাওসিফ

Dr. Neem