Agaminews
Dr. Neem Hakim

বাড়ি ফেরাকে যুদ্ধের সাথে তুলনা করলেন রাকুল প্রীত


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৪:০৩ পিএম
বাড়ি ফেরাকে যুদ্ধের সাথে তুলনা করলেন রাকুল প্রীত

ঢাকা : করোনাভাইরাসে বৈশ্বিক মহামারিতে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে বন্ধ হয়ে সকল প্রকার শুটিং। 

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং তার সকল কাজ আগামী এপ্রিল পর্যন্ত স্থগিত করা রেখেছেন। যদিও এসময়ে প্রতিদিন তার কোন না কোন সেটে থাকার কথা ছিলো। এর একে তিনি বলছেন তার জীবনের সর্বাধিক সময়ের বিরতি।

তবে বিরতিতে যাওয়ার আগে তিনি এ ভীতিকর সময়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন। তিনি শুটিং সেট থেকে কিছু ছবিও আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছেন।

ভারতের একটি শীর্ষ স্থানীয় একটি ট্যাবলয়েটের সাথে দেওয়া এক সাক্ষাতকারে রাকুল জানান, তাদের সেটে একজন সার্বক্ষণিক ডাক্তার ছিলেন। একই সাথে তারা নিশ্চিত করেছিলেন অল্প লোকের উপস্থিতি। পরিস্থিতি বিবেচনায়, তার নিজের কর্মচারীরা ব্যতীত কাউকে তার শুটিং ভ্যানে যেতে দেওয়া হয়নি। একই সময়ে বাড়ি ফেরাকে তিনি তুলনা করেছেন যুদ্ধে যাওয়ার সাথে। তিনি সকল প্রকার সামাজিক দূরত্ব মেনে চলছেন।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem