Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহণে আলাদা লেন করবে রেলওয়ে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৪:১০ পিএম
চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহণে আলাদা লেন করবে রেলওয়ে

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পণ্য পরিবহণের জন্য পৃথক লেন করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ রেলওয়ের।

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের জায়গায় একটি মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল নির্মিত হবে। কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ এবং সাইফ লজিস্টিক এলায়েন্স বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, রেলের মাধ্যমে পণ্য পরিবহণের জন্য এই টার্মিনাল কাজ করবে। এই চুক্তির মাধ্যমে কন্টেইনার পরিবহণ ব্যবস্থা এগিয়ে যাবে। এছাড়া ভারতের সঙ্গে পণ্য পরিবহণে রেল যোগাযোগ চালু করতে কাজ করছে সরকার। অবকাঠামো তৈরিতে নেয়া হয়েছে নানা প্রকল্প।

আগামী বছর কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ চালু হবে। শুরুতেই ট্যুরিস্ট ট্রেন চালুর চেষ্টা চলছে বলে জানান রেলমন্ত্রী।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে