ঢাকা : প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া পেশাদার ও সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩০ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে র্যাব।
বুধবার (২২ জানুয়ারি) র্যাব-৪-এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একশ্রেণির পেশাদার প্রতারক চক্র।
সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার র্যাব-৪-এর চৌকস আভিযানিক দল মহানগরীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার প্রতারক চক্রের ৩০ সক্রিয় সদস্যকে আটক করে এবং প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এদের প্রতারণার অফিস রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা তাদের সংগঠন ও প্রতারণার কৌশল সম্পর্কে বিবিধ তথ্য প্রদান করেছে।
আগামী নিউজ/এআর/হাসি/এনএনআর