Dr. Neem on Daraz
Victory Day

শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে আহত


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ১১:১৫ এএম
শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে আহত

যশোরঃ যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিপন গাজী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শার্শার উলশী সম্বন্ধকাঠির গিলাপোল মোড়ে। তিনি ওই এলাকার বাসিন্দা। বর্তমানে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

 

আহতের বড় ভাই রিপন গাজী জানান, সকাল ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার জাকির হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সেসময়ই মিটে যায় এবং তিপন বাড়ি ফিরে আসেন। ঘণ্টা খানেক পর তিনি বাড়ি থেকে গিলাপোল মোড়ে গেলে জাকিরসহ ৪/৫জন তাকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

মনির/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে