Dr. Neem on Daraz
Victory Day

খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আব্দুল লতিফ


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৮:৩৯ পিএম
খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আব্দুল লতিফ

কুষ্টিয়াঃ উচ্চশিক্ষার পদ প্রদর্শক কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ডঃ মোহা. আব্দুল লতিফ কে নিয়গ দেওয়া হয়েছে।

কলেজ শাখা -২ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শিক্ষা মন্ত্রণালয় উচ্চ শিক্ষা মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত স্মারক নং- ৩৭.০০.০০০০.০৯০.১৯.০০৪.১৮.৩১২,  তারিখ ১৮/১০/২০২৩ ইং প্রজ্ঞাপনের মাধ্যমে  পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মোহা. আব্দুল লতিফকে খোকসার সরকারি কলেজের অধ্যাপক হিসাবে পদায়ন করা হয়েছে। 

এ পদানের ফলে দীর্ঘদিন যাবত খোকসা সরকারি কলেজের প্রশাসনিক অচলাবস্থা নিরসন হবে বলে মনে করেন কলেজ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ। 

উল্লেখ্য সরকারের এক প্রজ্ঞাপনে গত অর্থবছরে কলেজটি সরকারীকরণ করা হয়। সরকারিকরণের পর থেকে ভারপ্রাপ্ত অধ্যাপক বেলাল হোসেনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। 

বুধবারের (১৮ অক্টোবর) সরকারের এই প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজের নতুন অধ্যাপক হিসাবে ডক্টর মোহা. আব্দুল লতিফ স্যারকে অধ্যাপক হিসাবে পেলেন। 

এদিকে কলেজের নতুন অধ্যাপক হিসাবে স্যারকে  নিয়োগ দানের বিষয়টি জানতে পেরে আনন্দ উচ্ছ্বসিত হয়ে ওঠেন কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ। 

খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ডক্টর মোহা. আব্দুল লতিফ কুষ্টিয়া জেলার জিয়ারকি ইউনিয়নের গোপালপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। 

 

হুমায়ুন কবির/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে