Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় ভোক্তা অধিকারের রাহাত বেকারীতে জরিমান


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৫:১৩ পিএম
খোকসায় ভোক্তা অধিকারের রাহাত বেকারীতে জরিমান

কুষ্টিয়াঃ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয়, একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না মাংস সহ বাঁসি গ্রিল, ফ্রাইড চিকেন, চিকেন ললি, বার্গার স্যান্ডউইচ ফ্রিজে সংরক্ষণ করা ও গরম করে বিক্রি করার অপরাধে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাজার প্রধান সড়কে রাহাত বেকারি এন্ড কনফেকশনারী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

সোমবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া জেলা বাজার সেনেটারি ইন্সপেক্টর আরাফাত আলী এর অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ কুষ্টিয়ার উপ-পরিচালক সুচন্দা মন্ডল প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে। 

 

এ সময় ভোক্তা অধিকারের সতর্কতামূলক লিফলেট বিতরণ ও সাধারণ ভোক্তা প্রতারিত না করার পরামর্শ প্রদান করেন। আগামীতে রাহাত বেকারি এন্ড কনফেকশনারিতে এরকম কোন বিষয়ে পরিলক্ষিত হলে নিয়মিত মামলা সহ দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। 

উক্ত অভিযানে বাজার পরিদর্শক সহ স্থানীয় আনসার ভিডিপি ও ভোক্তা অধিকারের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে