Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

খোকসায় গাঁজার গাছসহ চাষি গ্রেফতার


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৬:২৫ পিএম
খোকসায় গাঁজার গাছসহ চাষি গ্রেফতার

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়াঃ বাড়ির পাশে পুকুরের চালায় গাজার চাষ করার গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুর রউফ নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। 

গ্রেফতারকৃত গাজা চাষী আব্দুর রউফ (৪২) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, মঙ্গলবার বেলা ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষী আব্দুর রউফের বাড়িতে অভিযান পরিচালনা করে ৯ ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা চাষী আব্দুর রউফ কে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে