Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

মধুখালীতে বাড়ির লোকদের অচেতন করে নগদ টাকা ও মালামাল চুরি


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৪৩ পিএম
মধুখালীতে বাড়ির লোকদের অচেতন করে নগদ টাকা ও মালামাল চুরি

মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে গভীর রাতে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক রাত ২টায় ফরিদপুরের মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকার মৃত. ফায়েক মিয়ার ছেলে আব্দুস সামাদ মিয়া(৬৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুস সামাদ মিয়া জানান রাতে বসত ঘরের জানালা দিয়ে দরজার হেসবোল্ট(লক)খুলে ২জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গামছা ও কাপড় দিয়ে চোখমুখ, হাত, পা বেঁধে স্টিলের সাব বাক্স, কাঠের শোকেজ ও ট্রলি ব্যাগ এর তালা  ভেঙ্গে  ১২ ভরি স্বর্ণ, রুপার গহনা ৩ ভরি, নগদ একলক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন লুন্ঠন করে নিয়ে যায়। সামাদের ধরনা রান্নাঘরে থাকা হলুদ বা উঠানে থাকা টিউবওয়েল এর পানিতে ঔষধ(নেশা জাতীয়দ্রব্য) মিশিয়ে বাড়ির সকলকে ঘুমের আচ্ছন্ন করে।

মধুথালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি  ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

 

সালেহীন/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে