 
                            
                                                চট্টগ্রামঃ টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় ওই এলাকায় সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সড়ক থেকে মাটি সরিয়ে ফেলে। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, টাইগারপাস এলাকায় পাহাড় ধসে কেউ হতাহত হননি। তবে সড়কে মাটি পড়ে থাকায় কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল। তা সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে নগরের বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। সড়কে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতের ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। একারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুইউ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)