Dr. Neem on Daraz
Victory Day

খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি জর্জ


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১১:২৫ পিএম
খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি জর্জ

ফাইল ছবি

কুষ্টিয়াঃ কুষ্টিয়া খোকসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ শুভ উদ্বোধন করলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। 

সন্ধ্যা ছয়টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় প্রথম দিনেই প্রায় দেড়শতাধিক কর্মীদের হাতে সদস্য ফরম তুলে দিয়ে দিনের কার্যসূচি উদ্বোধন হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সদস্য সংগ্রহ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা উপস্থিত হন। 

এমআইসি

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে