Dr. Neem on Daraz
Victory Day

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১১:৩৫ এএম
চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত ফল ব্যবসায়ী বাবর আলীর স্বজনদের আহাজারি।

চুয়াডাঙ্গাঃ দামুড়হুদায় নিজ বাড়িতে বাবর আলী (৪৫) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত বাবর আলীকে বাড়ির উঠোনে কুপিয়ে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

নিহত বাবর আলী ধান্যঘরা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের স্ত্রী মহিমা খাতুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অচেনা তিন ব্যক্তি বাড়িতে এসে তার স্বামীর খোঁজ করেন। তাকে না পেয়ে তারা চলে যান। রাতে মহিমা খাতুন দুই সন্তানকে নিয়ে ঘরের ভিতরে এবং বাবর আলী বারান্দায় ঘুমান। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভিতরে এসে বাবর আলীকে টেনে হিচড়ে উঠোনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এসময় বাবর আলীর চিৎকারে তারা ঘরের বাইরে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

মহিমা খাতুন আরো বলেন, বাবর আলী মৌসুমী ফল ব্যবসায়ী। লিচু বাগান লিজের চার লাখ টাকা নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে তার বিরোধ চলছিলো।

এদিকে, হত্যার ঘটনা জানার পর দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারালো অস্ত্রের কোপে তার ঘাড়ের রক্তনালী কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে