কুষ্টিয়ঃ কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে দুই মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত সম্রাট আলী (২৩) উপজেলার পাতেলডাঙ্গী গ্রামের মঞ্জিল আলীর ছেলে।
আহত তিন জন পাতেলডাঙ্গী গ্রামের মাসুদ শেখের ছেলে রকি সেখ(২১), একই গ্রামের কাশেম শেখের ছেলে মাটি শেখ(১৮) ও চরপাড়া গ্রামের পোকন বিশ্বাসের ছেলে রাফি বিশ্বাস।
মৃত সম্রাট আলী খোকসা হাসপাতালের মর্গে রাখলেও আহত গুরুতর তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে নটার সময় রাজবাড়ী থেকে খোকসা নিজ বাড়িতে আসার সময় মোটরসাইকেল আরোহী চারজন দুই মোটরসাইকেলে করে বাড়ি খোকসা আসার পথে বাসস্ট্যান্ডের পাশে অনন্যা ফিলিং স্টেশনের কাছে দ্রুতগতিসম্পন্ন রাজবাড়ী মুখে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সম্রাট আলিফ নিহত হয়। স্থানীয় এলাকাবাসী বাকিদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার আয়েশা সিদ্দিকা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাফি বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে ডাক্তার আয়েশা সিদ্দিকা জানান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান সরো সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। ভাত কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। আহতদেরকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এমআইসি