Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁয়ে তৃণমূলে আ.লীগকে শক্তিশালী করার লক্ষে মতবিনিময়


আগামী নিউজ | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২৩, ১০:১৫ পিএম
ঠাকুরগাঁয়ে তৃণমূলে আ.লীগকে শক্তিশালী  করার লক্ষে মতবিনিময়

ফাইল ছবি

ঢাকাঃ ঠাকুরগাঁওয়ের তৃণমূল থেকে দল এবং এর সহযোগী সংগঠনগুলোকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তাদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ নেতা সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তৃণমূল থেকে প্রতিটি সংগঠনকে পুনর্গঠন করার। তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে। আওয়ামী লীগ জনগণের সংগঠন এবং এটি জনগণের জন্য কাজ করবে এটাই আমাদের একমাত্র অঙ্গীকার।

আলোচনা সভায় হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আলমগীর,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মুনি,সাধারণ সম্পাদক অনিল ব্রাহ্মণ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।

আলোচনা শেষে ওই উপজেলার  বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

আনোয়ার হোসেন আকাশ/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে