 
                            
                                                গাজীপুরঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। তবে প্রতিটি ভোটকেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত দেখা গেছে।
ফরিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। তবে কিছুটা তারতম্য হতে পারে।
সকাল ৮ টা থেকে একযোগে ৪৮০ টি কেন্দ্রে বিরতিহীন ভোটগ্রহণ চলছে। সকালে ভোটার সংখ্যা কম থাকলেও এখন ভোটারের উপস্থিতি বেড়েছে।
প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীর গতি দেখা গেছে। নগরীর শহীদ স্মৃতি স্কুলের কেন্দ্রের একটি কক্ষে ইভিএম মেশিনে ত্রুটি থাকায় প্রায় ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
এদিন দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সালনার নাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সির প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই কেন্দ্রের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বুইউ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)