Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় ঈদ মার্কেটে পকেটমার সন্দেহ, মাদক কারবারীসহ আটক ৩


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৪:০৬ পিএম
দুপচাঁচিয়ায় ঈদ মার্কেটে পকেটমার সন্দেহ, মাদক কারবারীসহ আটক ৩

বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলায় আসন্ন ঈদ উপলক্ষে জমে ওঠা মার্কেটে পকেটমারের উপদ্রবে প্রতিবছর বিপর্যস্ত হয় ক্রেতা বিক্রেতারা। এবার শুরু থেকেই মার্কেটগুলোতে বাড়তি নিরাপত্তা বিধানে তৎপর রয়েছে পুলিশ।
পকেটমারের সিন্ডিকেটে যুক্ত থাকে নারীরাও।

পুলিশ সূত্র জানায়, বুধবার (২৯ মার্চ) দুপচাঁচিয়া শহরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেটের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে এক ভ্রাম্যমাণ নারী। তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের সন্দেহ দৃঢ় হয়। পরে ওই নারীকে পকেটমার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করে পুলিশ। আটক নারীকে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে। 

এছাড়া পুলিশের অভিযানে বুধবার (২৯ মার্চ) দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেরুঞ্জ গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তি নাইম ইসলাম (২৩) দুপচাঁচিয়া উপজেলার সঞ্জয়পুরের মোবারক হোসেনের ছেলে। আটক নাইম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরকৃত হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশের অপর অভিযানে আটক মাদক মামলার আসামি দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত তছলিম সরদারের ছেলে জহুরুল ইসলাম মিন্টুকে (৩২) আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানে তৎপর রয়েছে পুলিশ। 

দেওয়ান পলাশ/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে