Dr. Neem on Daraz
Victory Day

‘গণহত্যা করেও পিছু হটাতে পারেনি মুক্তিকামীদের’


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০১:১৫ পিএম
‘গণহত্যা করেও পিছু হটাতে পারেনি মুক্তিকামীদের’

বগুড়াঃ দুপচাঁচিয়া প্রেসক্লাব সভাপতি গোলাম ফারুক বলেন, পাকিস্তানীরা গণহত্যা করে স্বাধীনতার চেতনা থেকে দূরে রাখতে চেয়েছিল মুক্তিকামীদের। কিন্তু বেদনাবিধূর গণহত্যার হতাশা পেরিয়ে যুদ্ধে ঝেঁপে পড়ে বাংলার দামাল ছেলেরা।

শনিবার ( ২৫ মার্চ) সকালে দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোলাম ফারুক আরও বলেন, নির্বিচারে গণহত্যা পাকিস্তানী শাসকদের বিভৎস মানসিকতার প্রকাশ। বাঙালী জাতি হিসাবে আমাদের গণহত্যার ইতিহাস নিয়মিত চর্চা করা উচিত।

এছাড়া আরও আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কেএম বেলাল, যুগ্ম সম্পাদক সাজু মন্ডল, রমেন পোদ্দার, অর্থ সম্পাদক অসীম কুমার দাস, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, কার্যনির্বাহী সদস্য ফিরোজ হোসেন প্রমুখ।

মতিউর রহমান দেওয়ান পলাশ/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে