Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বরিশালে নিখোঁজের ২৪ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার


আগামী নিউজ | জেলা প্রতিনিধি,বরিশাল প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১১:০৯ পিএম
বরিশালে নিখোঁজের ২৪ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার

বরিশালঃ বরিশালের উজিরপুরে নিখোঁজের ২৪ দিন পর এক নারীর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে বাড়ির পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বান্না গ্রামের মৃত মো. আলম শাহার স্ত্রী শাহানাজ বেগম (৫৩) নিখোঁজ হন। পরে এ ঘটনায় শাহানাজ বেগমের ভাইয়ের ছেলে মো. আলামিন উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি তদন্ত আরও বলেন, আজ ওই এলাকায় একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরা শুরু করে স্থানীয় শাহজাহান মিয়ার পুত্র মো. আক্তার মিয়া (৪৬) ও আলি আফছার মিয়ার পুত্র মো. মিঠু মিয়া (৪৫)। মাছ ধরার এক পর্যায়ে তারা একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখে বুঝতে পারেন এতে একটি লাশ রয়েছে। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠান।

এ ব্যাপারে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ কামরুল হাসান বলেন, মহিলাটি দীর্ঘ দিন ধরে নিখোঁজ ছিল। পরে আজ একটি ডোবা থেকে গলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস