Dr. Neem on Daraz
Victory Day

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, ইউপিডিএফের শোক


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১০:০০ পিএম
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, ইউপিডিএফের শোক

খাগড়াছড়িঃ পাহাড়ের অন্যতম সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহ-সভাপতি নতুন কুমার চাকমা সোমবার সন্ধ্যা ৭টায় (২০ মার্চ) এক বিবৃতিতে বান্দরবানের ‍রুমায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বম সম্প্রদায়ের ৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আজ দুপুর দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বম সম্প্রদায়ের পাঁচ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে