Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, ইউপিডিএফের শোক


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১০:০০ পিএম
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, ইউপিডিএফের শোক

খাগড়াছড়িঃ পাহাড়ের অন্যতম সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহ-সভাপতি নতুন কুমার চাকমা সোমবার সন্ধ্যা ৭টায় (২০ মার্চ) এক বিবৃতিতে বান্দরবানের ‍রুমায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বম সম্প্রদায়ের ৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আজ দুপুর দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বম সম্প্রদায়ের পাঁচ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।

এসএস