Dr. Neem on Daraz
independent day of bangladesh

বগুড়ায় জমির বিরোধে কৃষক খুন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, বগুড়া প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৯:৪৮ পিএম
বগুড়ায় জমির বিরোধে কৃষক খুন

বগুড়াঃ বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. তাহেরুল (৩৫) এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

তাহেরুল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান। 

ওসি জানান, তাহেরুলের সঙ্গে প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন যাতব বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে এই নিয়ে তার সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন মিলে শক্ত লোহার বস্তু দিয়ে তাহেরুলের ওপর হামলা করে। তাহেরুলের মাথায় উপর্যপুরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ওসি সৈকত হাসান আরও জানান, জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে৷

এসএস