Dr. Neem on Daraz
independent day of bangladesh

ঘর ঝাড়ু দিয়ে ভাত রান্না করা হলো না ইয়াসমিনের


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, ভোলা প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৮:৪৮ পিএম
ঘর ঝাড়ু দিয়ে ভাত রান্না করা হলো না ইয়াসমিনের

ভোলাঃ ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ইয়াসমিন (৪৩) বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী ছিলেন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের উত্তর দিঘলদী গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াসমিন ওই গ্রামের মো. বাবুলের স্ত্রী ও চার সন্তানের জননী ছিলেন। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইয়াসমিনের স্বামী বাবুল জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঘর ঝাড়ু দিচ্ছিলেন তিনি। ঘর ঝাড়ু দেওয়া শেষে ভাত রান্না করার কথা ছিল ইয়াসমিনের। কিন্তু এর আগেই ঘরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়েন ইয়াসমিন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএস