Dr. Neem on Daraz
Victory Day

ট্রাকের ধাক্কায় নিহত ছেলে, আহত বাবা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৮:৫৩ পিএম
ট্রাকের ধাক্কায় নিহত ছেলে, আহত বাবা

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা জহির উদ্দিন (৫৮)।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে চার টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে। ও আহত ব্যক্তি তার বাবা জহির উদ্দিন।

মুসলিমপুর গ্রামের ফাহিম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, জমিতে কাজ করে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন বাবা জহিন উদ্দিন ও ছেলে আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে আব্দুল আলিম। আর আহত বাবা জহির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা ভেঙ্গে গেছে বলে আমরা জানতে পেরেছি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধা করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে