Dr. Neem on Daraz
Victory Day

আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, নাটোর প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৪:০২ পিএম
আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নাটোরঃ শিক্ষাঙ্গনে আদিবাসী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেনের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আজ রবিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে আদিবাসীরা।

জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি স্থানীয় আদিবাসী এক নারী গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিশু কন্যাকে প্রথম শ্রেণীতে ভর্তি করাতে নিয়ে যান। এ সময় ওই বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালায়। তার চিৎকারে অন্যরা ছুটে এলে পালিয়ে যায় রুবেল। এ ঘটনায় মামলা দায়েরের পরও গ্রেফতার হয়নি রুবেল। মানববন্ধন থেকে অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আব্দুল মজিদ/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে