Dr. Neem on Daraz
Victory Day

বিয়ে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্নহত্যা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৭:৪৯ পিএম
বিয়ে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্নহত্যা

গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে।

রোববার (২২ জানুয়ারি) সকালে কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়া মোকছেদ আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে বিপ্লব (১৬)।

জানা গেছে, বিপ্লব বাইমাইল পূর্বপাড়া ভাড়া বাসায় বাবা মার সঙ্গে থাকতেন। বাবা তাকওয়া গাড়ি চালাতেন, মা কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। প্রতিদিনের মতো তার বাবা মা সকালে বাসা থেকে বের হয়ে গেলেও কিছুক্ষণ পর তার বাবা ফিরে আসেন। এ সময় এসে দেখেন বিপ্লব ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কোনাবাড়ী থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিপ্লব কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল তার বাবা-মাকে। তবে তার বয়স না হওয়ায় বাবা-মা বিয়ে দিতে রাজি হয়নি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে