Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

পাখি শিকারের দায়ে যুবকের কারাদণ্ড, এয়ারগান জব্দ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, বরিশাল প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৯:২০ পিএম
পাখি শিকারের দায়ে যুবকের কারাদণ্ড, এয়ারগান জব্দ

পাখি শিকার করার দায়ে হান্নান হাওলাদার (৩২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ময়দান হাট এলাকায় এই ঘটনা ঘটে। হান্নান হাওলাদার বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা। তিনি বলেন, পাখি শিকার আইন অমান্য করে চাঁদপাশা ময়দানের হাট এলাকায় এয়ারগান দিয়ে পাখি শিকারের অপরাধে ওই যুবকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সে মোট ৩৫টি পাখি শিকার করেছিলেন। তার লাইসেন্সবিহীন এয়ারগান জব্দ করা হযেছে এবং উদ্ধারকৃত পাখি এতিমখানায় দান করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মোসলে উদ্দিন জানান, হান্নান হাওলাদার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ঢুকে পাখি শিকার করছিলেন। আমরা নিষেধ করায়ও তিনি আমলে নেননি। পরে আমরা তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করি।

এসএস